না, পপি বিয়ে করেননি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনা সংকটের সময়ে খুলনায় নিজ বাড়িতে চলে যান। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সব সংকট কাটিয়ে গত বছরের শেষের দিকে ঢাকায় ফিরেন এই অভিনেত্রী।

ঢাকায় ফেরার পর থেকে পপিকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। ফেসবুকেও নেই তার কোনো আপডেট। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়—বিয়ে করেছেন পপি। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি!

পপির ঘনিষ্ঠজন গুণী সাংবাদিক ইমরুল শাহেদ বলেন—‘পপির পারিবারিক সূত্রে জানতে পেরেছি, তার ফোনটি হাত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এজন্য তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, পপি বিয়ে করেছেন। কিন্তু এ খবর সত্য নয়।’

পরিচালক অপূর্ব রানা বলেন, ‘পপির সঙ্গে আমার মাস খানেক আগে কথা হয়েছে। তিনি বিয়ে করেননি। নতুন ফ্ল্যাটে উঠেছেন। সেখানে পরিবারের সঙ্গে রয়েছেন।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটি ৭ কোটি টাকা ব্যবসা করেছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

পপির নতুন সিনেমা ‘সাহসী যোদ্ধা’। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন পপি। এ ছাড়া ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাজও শেষ করেছেন ৪২ বছর বয়সি এই অভিনেত্রী।

Print Friendly

Related Posts