২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ১০ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

যারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০:

কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

Print Friendly

Related Posts