ক্রাশ
মহাসিন কাকু আজ ১৩ জানুয়ারী
তুমি ক্রাশ খেলে ক্যান্সারে
আমি ভূগোলে
আমি রয়েছি তবু।
শুধু ক্ষয়, শুধু ক্রাশ
আজ অন্তরে বাহিরে
মহাসিন কাকু তোমার তো যাবার কথা নয়
তবু গেলে………
কেন আসে লক্ষীদিন
আম গাছে হুতুম ডাকে
আমরা তো সময়ের প্রতিনিধি
শুধু ক্ষয়, শুধু ক্রাশ
আজ অন্তরে বাহিরে ।
পেড্ডা হাসিম
গড্ডামিখাকসাখা, পেড্ডা হাসিম
এখানে চেহারা বিক্রি করে না কেউ
এই আমার গাও।
এই যে ভালুকের টেক
জঙ্গল কোথায়? উজান ভূমে।
চিনি না আমার হা-ডু-ডু খেলার মাঠ।
নুরুল ওহাব আছে আবাসিক,
খোকন হলো প্রবাসী।
সইরার গোরে উদ্ভিদ
এই আমার গাও।
নিজ গ্রামে আমি আজ পরবাসী
অন্ধকার গোরে চারকুলে বান্দা পড়ি
পরিচয়হীন।
ফরিদের গোরে দাঁড়াও পথিক।
রাস্তার পাশে উদ্ভিদ,জোনাক পোকা
কেউ বিক্ষোভ করে না
ঘুমিয়ে আছেন স্পর্শীল নারী
নুরজাহান। সে যে আমার মা।
এই আমার গাঁও
জ্বলে স্বাধীনতার মোম।
জেব্রা ক্রসিং
সমগ্র পৃথিবীর স্বাধীনতার জন্য
আমরা হাত পা বেঁধে ফেলো,
সামনেই জেব্রা ক্রসিং
তোমরা হেঁটে যাও,
তোমার চোখের অশ্রু বিন্দু
আমরা ব্যক্তি স্বাধীনতার চাইতে বেশি সবুজ।