মুস্তাফিজের নেয়া উইকেটটি এখন ভাইরাল

বিডি মেট্রোনিউজ ডেস্ক শনিবার আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান।  কাটার মাস্টার একটি উইকেটও নেন। বিশেষ কারণে উইকেটটি এখন সামাজিক মিডিয়ায় ভাইরাল। উইকেটটিতে কুপোকাত হন আন্দ্রে রাসেল।

প্রথম দুই ওভার দেন ৮ রান। তৃতীয় ওভারে বল হাতে এসে প্রথম তিনবলে দেন ৪ রান। চতুর্থ বলটি ইয়র্কার দেন মুস্তাফিজ। সঙ্গে ছিল সুইং। বলটি বুঝতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কোনোরকম পরিমরি করে খেলার চেষ্টা করেন। কিন্তু তার ব্যাট ও পায়ের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে মিডেল স্ট্যাম্পে।

মিডেল স্ট্যাম্প উঠে যাওয়ার পাশাপাশি বাকি দুটোও নড়বড়ে হয়ে যায়। পড়ে যায় বেল। তার সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন আন্দ্রে রাসেলও। মাটিতে লুটিয়ে পড়ে তিনি ভেঙ্গে যাওয়া স্ট্যাম্প দেখছিলেন। মুস্তাফিজ কেবল একটু হাসি দিয়ে উইকেট পাওয়ার মুহূর্তটি উপভোগ করেন।

https://www.youtube.com/watch?v=_zUt3FtgdOY

Print Friendly, PDF & Email

Related Posts