বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ ব্রাজিলের এই মডেল মেসির দারুণ ভক্ত।অবশ্য প্রেমিকাও। হয়তবা একতরফা।তাঁর আসল নাম সুজি কোর্তেজ।২০১৫ সালে এই সুন্দরী ‘মিস বামবাম’ খেতাব জেতেন।মেসি ভক্ত এই সুন্দরী আবার তাঁর শারীরিক সৌন্দর্যে কিম কার্দাশিয়ানকে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন।
মেসি ভক্ত এই সুন্দরী মেসিকে ইনস্টাগ্রামে নিজের লাস্যময়ী ছবি পোস্ট করেন।মঙ্গলবার থেকেই নাকি মন খারাপ তাঁর। তুমুল চটেছেন মেসির বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর উপরেও।
আন্তোনেলাই তো তাঁকে মেসির অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিতে বাধ্য করেছেন। কারণ, মেসিপ্রেমী এই মডেল নাকি বারে বারেই মেসিকে নিজের বিভিন্ন পোজের ছবি পাঠাতেন। এখন মেসির ভক্তের তো অভাব নেই। কিন্তু, এই ‘মিস বামবাম’ কোন ছবি পাঠিয়েই বা তিনি মেসির ক্ষোভে পড়লেন?
সম্প্রতি মেসির বার্সা জার্সি গায়ে এই ছবিটিই মেসির অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন তিনি। অ্যাকাউন্টে মিস বামবামের এই সব ছবি দেখেই চটে যান মেসির বান্ধবী।ব্লক করে দেওয়া হয় মিস বামবামকে।