বিডি মেট্রোনিউজ ॥ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে বিকেএসপির শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যস্ত করে আদেশ জারি করেছে।
আর বিকেএসপির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খানকে প্রত্যাহার করে তার চাকরি সশন্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।