‘প্রাথমিক স্তরের বইয়ের কাভারে প্রধানমন্ত্রীর ছবি’

বিডি মেট্রোনিউজ ডেস্ক প্রাথমিক স্তরের সব নতুন বইয়ের কাভারে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানোর সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি ছবির পাশাপাশি প্রতি বছর নতুন বই বিতরণের সময় যে শ্লোগান নির্ধারণ করা হয় তাও নতুন বইতে প্রধানমন্ত্রীর ছবির সাথে ছাপানোর পরামর্শ দিয়েছে। বিবিসি।

কিন্তু প্রধানমন্ত্রীর ছবি কেন পাঠ্যপুস্তকের কাভারে ছাপাতে হবে ? এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন এটি করা হলে নতুন বই নিয়ে একটি বড় ধরনের অনিয়ম বন্ধ হবে। তিনি বলেন প্রতি বছর প্রায় পাঁচ শতাংশ অতিরিক্ত বই ছাপানো হয় অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের কথা বিবেচনায় রেখে।

“অতিরিক্ত ছাপা হওয়া এসব বই পরের বছর জুড়ে দেয়া হয় নতুন বইয়ের সাথে। আর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও ঠিকাদার এর সাথে যুক্ত থাকেন”।

মোতাহার হোসেন বলেন তারা মনে করেন প্রধানমন্ত্রীর বই বিতরণের সর্বশেষ ছবি নতুন বইতে ছাপানো হলে এ অনিয়ম বন্ধ হবে। মোতাহার হোসেন নিজেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন প্রায় পাঁচ বছর।

বাংলাদেশে প্রতি বছর ১০কোটিরও বেশি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে। মোতাহার হোসেন বলেন প্রধানমন্ত্রীই এ কার্যক্রমের উদ্বোধন করেন আর এটি শিক্ষার্থীদের জন্যে একটি বড় উৎসবে পরিণত হয়েছে। সে কারণেই মঙ্গলবার কমিটির সভায় তারা প্রধানমন্ত্রী বই বিতরণ করছেন এমন ছবি প্রাথমিক স্তরের বইয়ের কাভারে ছাপানোর পরামর্শ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts