লাউয়াছড়ায় অজগরের পেটে গেল আস্ত ‍হরিণ (ভিডিও)

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম।“প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।”

তিনি বলেন, “ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে।”

অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায়।

https://www.youtube.com/watch?v=ISSkcCyn4k4#t=12

Print Friendly, PDF & Email

Related Posts