বিডি মেট্রোনিউজ ॥ বার্ষিক হালনাগাদের পর মঙ্গলবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টেস্ট র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আরো কাছে চলে গেছে টাইগাররা। পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
হালনাগাদে বাদ হয়ে গেছে ২০১২-১৩ মৌসুমের পারফরম্যান্স। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ, আর ২০১৫-১৬ মৌসুমের শতভাগ।
হালনাগাদের আগে ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ৪৭ পয়েন্ট নিয়ে ছিল ৯ নম্বরে। অর্থাৎ ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্ট। হালনাগাদের পর অবস্থান ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের ১১ পয়েন্ট কমেছে। আর বাংলাদেশের ১০ পয়েন্ট বেড়েছে। এখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৮ পয়েন্ট।
হালনাগাদের পর শীর্ষস্থান আরো সংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের সঙ্গে তাদের ব্যবধান আগে ছিল ২ পয়েন্ট, এখন সেটি বেড়ে হয়েছে ৬ পয়েন্ট।
সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বর থেকে ছয়ে নেমে গেছে তারা, পয়েন্ট কমেছে ১৭! ৫ পয়েন্ট বেড়ে তিনে উঠে গেছে পাকিস্তান। দুইয়ে থাকা ভারতের সঙ্গে পাকিস্তানের পয়েন্ট ব্যবধান মাত্র ১।
র্যাঙ্ক দল পয়েন্ট
১ (-) অস্ট্রেলিয়া ১১৮ (+৬)
২ (-) ভারত ১১২ (+২)
৩ (+১) পাকিস্তান ১১১ (+৫)
৪ (+১) ইংল্যান্ড ১০৫ (+৩)
৫ (+১) নিউজিল্যান্ড ৯৮ (+২)
৬ (-৩) দক্ষিণ আফ্রিকা ৯২ (-১৭)
৭ (-) শ্রীলঙ্কা ৮৮ (-১)
৮ (-) ওয়েস্ট ইন্ডিজ ৬৫ (-১১)
৯ (-) বাংলাদেশ ৫৭ (+১০)
*জিম্বাবুয়ের পয়েন্ট ১২। তবে হালনাগাদের জন্য বিবেচিত সময়ে ন্যূনতম ৮টি টেস্ট খেলেনি দেখে তারা তালিকায় নেই। আর ২টি টেস্ট খেললে আবার তারা র্যাঙ্কিংয়ের তালিকায় আসবে।