বিডিমেট্রোনিউজ॥ এবারও কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী ন্যান্সি। আজ বেলা ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ন্যান্সি তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন।
ন্যান্সির স্বামী জায়েদ জানিয়েছেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।
রোদেলা ও নায়লা ন্যান্সির বড় দুই মেয়ের নাম।