বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিন দিনের কর্মসূচির মধ্যে শুক্রবার দোয়া দিবস পালন করবে দলটি। শনিবার বিক্ষোভ ও রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতালের কর্মসূচি পালন করা হবে।