বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ মনে পড়ে বজরঙ্গি ভাইজান এর মনকাড়া অভিনয়ের সেই ছোট মুন্নীকে। পর্দায় ওর নাম মুন্নী হলেও আসলে ওর নাম হর্শালি মালহোত্রা।
‘বজরঙ্গি ভাইজান’ তারকা এই হর্শালি মালহোত্রা এখন দারুণ ফেমাস। যেখানেই যাক ক্যামেরা তাকে ঠিকই খুঁজে নেয়।
বুধবার ভুপালে স্কুলের এক অনুষ্ঠানে মা কাজল মালহোত্রার সঙ্গে দেখা গেল তাকে।