ভালোবাসার রসায়ন ॥ কাজী রিয়াজুল ইসলাম

আগ্নেয়গিরির লাভাক্ষেত্রের এপাশে থেকে ওপাশে চোখের পলকে
বোররাক গতিতে হেসে হেসে পারি যেতে;
একথা শুনে বিস্ময়ের কালোধোঁয়া কেনো তোমার চোখে?
আছি তো বসে তোমার ভালোবাসার কুঞ্জবনে শীতলপাটি পেতে।

images

নিখাঁদ ভালোবাসার অনুভূতির আছে এমন এক বৈয়াকরণ-রসায়ন
কেহ তা করতে পারলে জয় সব সৃষ্টি হয়ে যায় তার ক্রীতদাস
কোনো ভয়-বাধার বিষাক্ত সর্প-কীট করে না দংশন
বন্ধুর পথ হয় সমতল রাজপথ; লেপ্টে যায় সুকোমল রঙিন ফরাশ।

কাঁচের সৌখিন শোপিস নয়, পাথরকঠিন দৃঢ় আস্থা ভালোবাসায়-
জড়িয়ে আছে বিশ্বাসের অগ্নিপ্রুফ ক্যামিকালের শক্ত প্রলেপ,
পেয়েছি সত্যের সন্ধান- বদলে গেছে জীবনের অধ্যায়
সব আক্ষেপের শকুন করছি বধ স্বপ্নের তীর করে করে নিক্ষেপ।

প্রিয়তমা সজোরে নয়, আলতো ভাবে রাখো হাত ধরে,
তাতেই ভালোবাসার বিদ্যুৎপ্রবাহে নিথর বোধের স্নায়ু উঠবে নড়ে।

Print Friendly, PDF & Email

Related Posts