আগ্নেয়গিরির লাভাক্ষেত্রের এপাশে থেকে ওপাশে চোখের পলকে
বোররাক গতিতে হেসে হেসে পারি যেতে;
একথা শুনে বিস্ময়ের কালোধোঁয়া কেনো তোমার চোখে?
আছি তো বসে তোমার ভালোবাসার কুঞ্জবনে শীতলপাটি পেতে।
নিখাঁদ ভালোবাসার অনুভূতির আছে এমন এক বৈয়াকরণ-রসায়ন
কেহ তা করতে পারলে জয় সব সৃষ্টি হয়ে যায় তার ক্রীতদাস
কোনো ভয়-বাধার বিষাক্ত সর্প-কীট করে না দংশন
বন্ধুর পথ হয় সমতল রাজপথ; লেপ্টে যায় সুকোমল রঙিন ফরাশ।
কাঁচের সৌখিন শোপিস নয়, পাথরকঠিন দৃঢ় আস্থা ভালোবাসায়-
জড়িয়ে আছে বিশ্বাসের অগ্নিপ্রুফ ক্যামিকালের শক্ত প্রলেপ,
পেয়েছি সত্যের সন্ধান- বদলে গেছে জীবনের অধ্যায়
সব আক্ষেপের শকুন করছি বধ স্বপ্নের তীর করে করে নিক্ষেপ।
প্রিয়তমা সজোরে নয়, আলতো ভাবে রাখো হাত ধরে,
তাতেই ভালোবাসার বিদ্যুৎপ্রবাহে নিথর বোধের স্নায়ু উঠবে নড়ে।