এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন,২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম পর্বের ভোটে দিন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে এই পরীক্ষাগুলো আরও পেছানো হয়েছে।
এখন ১২ জুন সকালের পালায় অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে।
রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকালের পালায়।
এই পরীক্ষাগুলো গত ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ২৭ জুন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন ১২ জুন নতুন তারিখ হল।
জামায়াতে ইসলামীর হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা এর আগে পিছিয়ে দেওয়া হয়।
পেছাচ্ছে মাস্টার্স ও ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাও
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ ২৭ মে নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষা রয়েছে ২৮ মে।
ইউপি নির্বাচনের পঞ্চম পর্বে ২৮ মে ৭৩৩টি ইউনিয়নে এবং ষষ্ঠ পর্বে ৪ জুন ৭২৭টিতে ভোটগ্রহণ হবে।
ইসির উপ-সচিব ফরহাদ আহম্মদ খান বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয় এবং শিক্ষক-ব্যাংক কর্মকর্তাদের অনেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকেন।
“ভোটের আগের দিন নির্বাচনী মালামাল নেওয়া ও ভোটকেন্দ্র প্রস্তুতে নিয়োজিত থাকবেন তারা। সব বিষয় বিবেচনা করে তারিখ পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।”
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে ইসি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষার সময় ২৮ মে-এর পরিবর্তে ভিন্ন তারিখ নির্ধারণের জন্য চিঠি গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে।