আক্তার হোসেন অপু ॥ সাবধানে চালবো গাড়ি;নিরাপদে ফিরবো বাড়ি এই শ্লোগানে গতকাল ঢাকা জেলা র্সাকেল ইকুরিয়াস্থ বিআরটিএ-অফিসের আয়োজনে পেশাজীবি গাড়ি চালকদের অংশগ্রহণে এক বণাঢ্য র্যালি পূর্বক সচেতনতা মূলক কমর্শালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন ঢাকা জেলা র্সাকেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো রফিকুল ইসলাম। ঢাকা জেলা র্সাকেল ইকুরিয়াস্থ অফিসের মোটরযান পরিদর্শক ও লাইন্সেসিং টেষ্টী বোর্ডে সদস্য সচিব মো: এমরান খানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় এতে অংশ গ্রহন করেন ইকুরিয়াস্থ বিআরটিএ-অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় তিনশতাধিক পেশাজীবি গাড়ি চালক।
দুপুর দুইটা পর্যন্ত চলমান প্রশিক্ষন কর্মশালা শেষে সবার জন্য মধ্যানভোজ এর আয়োজন করা হয়। ঢাকা জেলা র্সাকেল ইকুরিয়াস্থ অফিসের মোটরযান পরিদর্শক ও লাইন্সেসিং টেষ্টী বোর্ডে সদস্য সচিব মো: এমরান খান এখানে যোগদানের পর প্রতি মাসে নিয়মিত এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে চলছেন।