কলেজে ভর্তির আবেদনে বায়োমেট্রিক সিম বাধ্যতামূলক

বিডিমেট্রোনিউজ ডেস্ক বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ভর্তি  কার্যক্রম। এ জন্য একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

 

এতে বলা হয়েছে, অনলাইন এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। তবে আবেদনের ক্ষেত্রে সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে। ভর্তির ক্ষেত্রে ২০টি পর্যন্ত প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। এক্ষেত্রে একজন প্রার্থী এসএমএসে সর্বোচ্চ ১০টি ও অনলাইনে সর্বোচ্চ ১০টির জন্য আবেদন করতে পারবে।

 

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত নির্দেশিকায় এসএমএস এবং অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া এবং কলেজগুলোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন এ বিষয়ে বলেন, ভর্তি কার্যক্রম চলবে ৯ জুন পর্যন্ত। এর মধ্যে বায়োমেট্রিক নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে যাবে। তাই অনিবন্ধিত সিম থেকে আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার ও মোবাইল সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে।’

 

পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে থেকে আগামী ৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

 

অনলাইনে আবেদনে করণীয়: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধু টেলিটক মোবাইল ফোন থেকে আনলাইনের ফি এসএমএস করে প্রদান করতে হবে।

 

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস Board স্পেস Roll স্পেস Year স্পেস Reg.No. লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে, ফি প্রদান করতে সম্মত হলে অপশনে গিয়ে CAD স্পেস Yes স্পেস PIN স্পেস (Contact No, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বর) দিয়ে পুনরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি জমা হলে একটি নিশ্চিতকরণ এসএমএস আসবে।

 

টেলিটকে আবেদন ফি সম্পন্ন হলে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd)- তে গিয়ে Apply Online-এ ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনয়ীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।

 

এসএমএসের মাধ্যমে করণীয়: শুধু টেলিটকের সিম দিয়ে মেসেজ অপশনে গিয়ে CAD লিখে স্পেস দিয়ে EIIN স্পেস Key word এর দুই অক্ষর লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের প্রথম তিন অক্ষর (শিফট না থাকলে N) লিখে স্পেস দিয়ে ভার্সনের প্রথম অক্ষর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2016 1523678902 D B FQ. এরপর নিশ্চিতকরণ এসএমএস আসবে।

 

আর আবেদন ফি প্রদানের জন্য এসএমএসে আবেদনকারীর নাম, প্রতিষ্ঠানের EIIN ও নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফি বাবদ ১২০ টাকা কেটে নিয়ে তা জানিয়ে পিন কোড দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে CAD লিখে স্পেস দিয়ে Yes স্পেস PIN স্পেস Contact No. (বায়োমেট্রিক নিবন্ধিত সিম নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

HSC Admission Rule

 

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts