নিহতদের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বরিশালের তারাবুনিয়া গ্রামের সুফিয়া বেগম (৩৫), বরিশালের উজিরপুর উপজেলার হীরালাল (৪০), বাসের সুপারভাইজার ঢাকার টিটু (৩৫), মোহাম্মদ আলী (৪০), মিজান (৪০), ঝালকাটির সুজন (৩৫) ও শাহ আলম (৩০)।
আহতদের সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের উপর ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নিচে খালে পড়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বাসটি উপরে তোলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলেও ওসি জানান।