CELKON MOBILE এখন বাংলাদেশে

বিডিমেট্রোনিউজ ডেস্ক CELKON MOBILE এখন  বাংলাদেশে । CELKON MOBILE প্রথম ভারতীয় 3G ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানী। Govt Educational Tutorial এর সঙ্গে প্রথম ট্যাব ও অ্যান্ড্রয়েড কিটক্যাট স্মার্টফোন এবং ভারতীয় ৫নং মোবাইল ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত।

সেই CELKON MOBILE এবার  বাংলাদেশে ৪ টি বার ফোন C344, C349*, C25 & C9 Jumbo দিয়ে ব্যাবসায়িক পদযাত্রা শুরু  করলো।  ‍এই মডেলগুলোতে যে বাড়তি সুবিধা রয়েছে তা হচ্ছে- হেড ফোন বিহীন এফ এম রেডিও শোনার সুবিধা, হোয়াটসএপ প্রি লোডেড, দীর্ঘ ব্যাটারি, লাউড স্পিকার, ১.৩ মেঘা পিক্সেল ক্যামেরা, ফ্ল্যাস, ইনটারনেট সুবিধা।

ভবিষ্যতে আরো আকর্ষনীয় মোবাইল বাজারজাত করার আশা ব্যক্ত করেন কোম্পানীর  রিজিওনাল বিজনেস হেড আনোয়ার হোসাইন সুমন।

বিস্তারিত জানতে ওয়েবসাইট http://www.celkonmobiles.com

Print Friendly, PDF & Email

Related Posts