মুস্তাফিজ সাধারণ বোলার না, ঢাকায় ইউসুফ পাঠান

বিডিমেট্রোনিউজ  আইপিএলে বেশ ভালোই মাতিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। সাকিবের দল কলকাতার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। বল হাতে অলো ছড়ানো মুস্তাফিজ কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৩২ রানে ১ উইকেট নেন।

 

চার ম্যাচ উইকেটশূন্য থাকার পরও মুস্তাফিজ ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন। আইপিএলের এবারের আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও মুস্তাফিজুর রহমান।

 

কলকাতার হয়ে দারুণ সময় কাটানো ইউসুফ পাঠানকে ঢাকা লিগে খেলাতে নিয়ে এসেছে আবহানী লিমিটেড। বুধবার বিকেএসপিতে ব্যাট হাতে ৬০ রানের ইনিংস উপহার দেন ইউসুফ পাঠান।

 

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাঠান। মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন উঠতেই ভারতীয় এ ক্রিকেটার বলেন, ‘মুস্তাফিজ সাধারণ কোনো বোলার না। ও অসাধারণ বোলার। তার প্রমাণ তো সে দিয়েছে। ফাইনাল খেলেছে, ট্রফি জিতে ফিরেছে। সে দলের জন্য ভালো করেছে।’

 

মুস্তাফিজকে খেলতে কি সমস্যা হয়েছে? প্রশ্ন উঠতেই পাঠান হেসে বললেন, ‘ওকে খেলতে আমাদের কোনো সমস্যা হয়নি। (হাসি)। আমরা তো ওর চার ওভারে ৩০-৩২-৩৫ রান করেছি। আমাদের সমস্যা হয়নি।’

 

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের আগ্রাসনে বোলাররা মাথা তুলে দাঁড়ানোর সাহসও পায় না! সেখানে প্রথমবারের মতো মুস্তাফিজ খেলে দারুণ পারফরম্যান্স করেছেন।

 

মুস্তাফিজের বিস্ময়কর কাটার সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে সাকিব আল হাসানের। সাকিব খেলেছেন কলকাতায়। বিশ্বসেরা এ অলরাউন্ডার কি মুস্তাফিজকে মোকাবিলার পরিকল্পনায় কলকাতাকে সাহায্য করেছেন? পাঠানকে ছুঁড়ে দেওয়া হলো প্রশ্নটি। ভারতীয় অলরাউন্ডারের উত্তর,‘কেউ যখন কোনো দলের হয়ে খেলে, সেই দলের জন্য সর্বোচ্চ যা করণীয় সেই খেলোয়াড় সেটাই করে। প্রতিপক্ষের যা শক্তি-দুর্বলতা বের করা যায়, তা করতে হয়। সাকিবও নিশ্চয়ই কেকেআরকে সাহায্য করেছে।’

 

Print Friendly, PDF & Email

Related Posts