জ. ই বুলবুল : জলবায়ু পরিবর্তন এবং কৃষি বীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার রাজধানীর দিলকুশায় সাধারণ বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অনুস্ঠিত হয়।
বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।বিশেষ অতিথি ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচাল ওয়াসিফুল হক।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অ: দা:) এস. এম. ইব্রাহিম হোসাইন (ACCI) এর সভাপতিত্বে সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দেশের বরেণ্য বীমাবিদ মডারেটর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন (Actuary), সিনিয়র লেকচারার গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ইউকে ড. মধু আচার্য (ACII, FIRM), গ্রীন ডেল্টা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা চৌধুরী (ACCI), রিস্ক শিল্ড ব্যবস্থাপনা পরিচালক অগ্রতোষ মুখার্জি (Actuary) প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তন এবং কৃষিবীমা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।