বাংলাদেশি ট্রায়াথলেট মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছেন।
ফিনল্যান্ডের লাহটি-তে গত ২৭ আগস্ট এই কৃতিত্ব দেখান তিনি। এই নিয়ে টানা দ্বিতীয় বছর আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন তিনি।
আয়রনম্যান ৭০.৩-এর পথে ৪ ঘন্টা ৫৭ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে ১.৯ কি.মি. সাঁতার, ৯০ কি.মি. সাইক্লিং ও ২১.১ কি.মি দৌড় শেষ করেছেন আরাফাত। গত বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত একই ইভেন্টে তার সময় লেগেছিল ৫ ঘন্টা ১৫ মিনিট।
বিগত কয়েক বছর ধরেই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত সম্পৃক্ত আছেন। গত বছরের মতো এবারও আরাফাত-এর আয়রনম্যান ৭০.৩ যাত্রায় পাশে ছিল এমজিআই।
কঠোর পরিশ্রম ও অধ্যবসায় এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মনোভাবের জোরেই আরাফাত দেশের জন্য একের পর এক গৌরব বয়ে আনছেন বলে এমজিআই মনে করে। সেপ্টেম্বর-এ ফ্রান্স-এ অনুষ্ঠিতব্য আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়ও এমজিআই আরাফাতের সাথে থাকবে।