এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা

বিডিমেট্রোনিউজ এবারও রমজানের প্রথম দিন ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে মঙ্গলবার খালেদা জিয়া তাদের সম্মানে এ ইফতার আয়োজন করেন।
মূল মঞ্চে খালেদা জিয়া এতিমদের পাশে নিয়ে ইফতার করেন। একই টেবিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুজাফফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ, মীরসরাইয়ের পীরসাহেব আবদুল মোমেন নাসেরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালি উল্লাহ, নয়াপল্টন জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ ইফতার করেন।
এ ছাড়া ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, চেয়াপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল,ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
তেজগাঁও রহমত আলম মিশন মাদ্রাসা, শান্তিনগর মাদ্রাসা মসজিদ এতিমখানা ও ফকিরাপুল মাদ্রাসা মসজিদ
এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
৯ জুন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এরপর ১১ জুন রাজনীতিবিদ এবং ১২ জুন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতারের আয়োজন করবেন খালেদা। এ ছাড়া ১৩ জুন কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবেন গুলশানের হোটেল ওয়েস্টিনে।
Print Friendly, PDF & Email

Related Posts