আপনার আজকের রাশিফল ॥ ৯ জুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক   আজ ৯ জুন ২০১৬ । জেনে নিন আপনার আজকের রাশিফল-

 

মেষ
সারাদিন মনের ভিতর একটা বিষণ্ণতা কাজ করবে। ভাইয়ের সঙ্গে কোনও ছোট কথা নিয়ে অশান্তি বাঁধতে পারে। বিবাহিত জীবন সুখের হবে। ব্যবসার জন্য খবর ভাল থাকবে।
বৃষ
পুরানো কোনও রোগের কারণে সারাদিন কষ্ট বাড়তে পারে। বাড়ির সকলের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা, সম্পত্তি কেনাবেচার জন্য আজ ভাল সময়, বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ।
মিথুন
উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে। রাস্তায় বিপদে পড়বার আগে সাবধান থাকুন। প্রেমের কারণে মনের কষ্ট বাড়তে পারে। মুখমণ্ডলে কোনও রোগ হওয়ার সম্ভাবনা।
কর্কট
কোনও অচেনা ব্যক্তির জন্য সমস্যা বাড়তে পারে। পড়াশুনাতে মনোযোগ বাড়তে পারে। কাজের দায়িত্ব ঠিক মতো পালনে মনের শান্তি। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা।
সিংহ
অতিরিক্ত ব্যয়ের কারণে সংসারে বিবাদ। প্রেমের ক্ষেত্রে খুব সাবধান থাকুন। কোনও কারণে আজ অর্থ আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। পশুর থেকে সাবধান থাকুন।
কন্যা
কোনও ভাল কাজ হবার শুভ সংকেত মিলতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বন্ধু-বিচ্ছেদ হতে পারে। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ। অর্থ ভাগ্য ভাল হবে।
তুলা
দাঁতের বা চোখের কষ্ট বাড়তে পারে। সমাজে ভাল কাজের জন্য সন্মান বাড়তে পারে। কোনও মহিলার জন্য ব্যকুলতা ক্ষতি আনতে পারে। সত্য পথে থাকার জন্য বিপদ।
বৃশ্চিক
কেউ আজ অন্যায় আবদার করতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য মনে বিষণ্ণ ভাবের উদয়। প্রেমের জন্য ব্যকুলতা বাড়তে পারে। কুকুর থেকে সাবধান। খরচ বৃদ্ধি।
ধনু
আজ বিপদে কোনও বন্ধুকে কাছে পাবেন না। অনেকদিনের কোনও আশা পুরণ হতে পারে । ব্যবসার জন্য আনন্দ বাড়বে। জলপথে ভ্রমণ না করা ভাল হবে। যন্ত্রপাতি থেকে সাবধান।
মকর
কোনও ভাল ব্যক্তির কারণে বিপদ থেকে রক্ষা। ব্যবসার দিকে কিছু বাড়তি লাভ আসতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা। শরীরে যন্ত্রণা।
কুম্ভ
ব্যবসার জন্য ঋণ বাড়তে পারে। রাজনীতিকদের সুনাম বাড়তে পারে। বাড়তি খরচের জন্য সংসারে অশান্তি। প্রেমের জন্য অশান্তি বাড়বে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা।
মীন
সম্পত্তি কেনার জন্য আলোচনা। বুদ্ধির ভুলের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। তবে আজ কোনও উপহার পেতে পারেন। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, পুজাপাঠের জন্য মনের শান্তি বৃদ্ধি।
Print Friendly, PDF & Email

Related Posts