বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলা ছবির দর্শক তাঁকে দেখেছে ২০১৩ সালেই। শাশ্বত চট্টপাধ্যায় অভিনীত কমেডি ফিল্ম ‘ডামাডোল’-এর কথা মনে আছে! ওই ছবিতে একটি আইটেম নম্বরে বেশ নজর কেড়েছিলেন ইনি। নাম নীহারিকা রাইজাদা।
এর পর আবার তাঁকে দেখা যায় নীরজ ঘেওয়ান পরিচালিত ‘মশান’ ছবিতে। তবে পার্শ্ব চরিত্রে। আর এ বার তিনি একেবারে মুখ্য ভূমিকায় তাঁর পরবর্তী ছবি ‘ওয়ারিওর সাবিত্রী’তে। ইতিমধ্যে ছবিটির ট্রেলারেই রীতিমতো অ্যাকশন আর রোম্যান্টিক দৃশ্যে যিনি সবার নজর কেড়েছেন তিনি।
‘ওয়ারিয়র সাবিত্রী’ ছোট ব্যানারের এই ছবিটি মূলত একটি অ্যাকশন থ্রিলার। কিন্তু ছবিতে তুমুল অ্যাকশন করতে দেখা যাবে একজন নায়িকাকে। ভারতীয় সিনেমায় যা বিরল। আর এই অ্যাকশনের দৃশ্যগুলি হলিউডি অ্যাকশনের মতোই দুর্দান্ত! এর সঙ্গে রয়েছে উষ্ণতায় ভরা বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ওম পুরি।
দেখে নেওয়া যাক নীহারিকার ছবিটির ট্রেলার :
https://www.youtube.com/watch?v=vs8V2PCy5lQ