আরিয়ানের সেক্স টয়!

image1

 

বিডিমেট্রোনিউজ ডেস্ক একটি সেক্স টয় নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন আরিয়ান। সে ছবি এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল।

এই মুহূর্তে থাইল্যান্ডের ফুকেটে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে ছুটি কাটাচ্ছেন আরিয়ান। সেখানেই একটি ‘সেক্স টয়’এর সঙ্গে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কয়েক দিন আগে নকল স্তন নিয়ে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন নভ্যাও। এ বার আরিয়ানও বিতর্কের মুখে।

শাহরুখকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার ছেলেমেয়েরা খুব ফ্রেন্ডলি। আমার বন্ধুদের সঙ্গে যে সব আলোচনা হয়, তা আমি ওদের সঙ্গেও করতে পারি। তবে রিলেশনশিপ নিয়ে কখনও কিছু জানতে চাইনি। আর সত্যিই যদি কোনও সম্পর্ক থাকত, তা হলে গৌরী নিশ্চয়ই জানত।’’

Print Friendly, PDF & Email

Related Posts