বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সানি লিওনের আগামী সিনেমা ‘বেইমান লাভ’ এর একটি আইটেম গান এবার নতুন করে আলোচনায়।
‘লায়লা, বেবি ডল’-এর পর এবার সানি লিওনের ‘হাগ মি’। পরবর্তী ইরোটিক থ্রিলার বেইমান লাভ সিনেমায় সানি যে গানের তালে নাচবেন সেটা হল ‘হাগ মি’।
রাগিনী এমএমএস টু-এর বেবি ডল-এ যেমন নায়িকা সানি লিওন এবং গায়িকা কণিকা কাপুর জুটি দারুণ হিট করেছিল, এবারও তেমন সানি-কণিকা জুটিই থাকছে ‘হাগ মি’ ভিডিওতে। হাগ মি গানটি কম্পোজ করেছেন রাঘব সাচর। লিখেছেন কুমার। কোরিওগ্রাফার বিষ্ণু দেবী।
গানটির টিজারেই হিট করেছে। অর্থাৎ সানির হাগ মি আবেদনে সাড়া মিলছে।
জিনিউজ জানায়, সাংবাদিক রাজেশ চৌধুরীর এই সিনেমার গানের টিজার প্রকাশিত হয়েছে। বেবি ডল-এর থেকেও বেশ কিছুটা উত্তেজক দৃশ্যে দেখা যাচ্ছে সানি লিওনকে। তবে থিম সেই নগ্নতাই। আসন্ন ৫ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
https://www.youtube.com/watch?v=Uh4CTlB8NmQ
জিনিউজ