ক্যান্সার ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সাথে একযোগে কাজ করবে বিএসআরও

সদ্যনির্বাচিত বিএসআরও প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ

বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লক্ষাধিক ক্যান্সার রোগী নতুন করে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যমান ২০ লক্ষাধিক ক্যান্সার রোগীদের সাথে এ সংখ্যা আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় ক্যান্সার ব্যবস্থাপনায় এক নতুন চ্যালেঞ্জ য্ক্তু হয়েছে। বিশাল এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস (বিএসআরও) সরকারের সাথে একযোগে কাজ করবে।

শুক্রবার (৫ জুলাই) বিএসআরও সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এবং বিএসএমএমইউ ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ নতুন কমিটির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নেয়ার সময় এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সর্বসাকুল্যে মাত্র কয়েকশ ক্যান্সার চিকিৎসক রয়েছেন কিন্তু তাদেরও ঠিকমতো পদায়ন হচ্ছে না। ফলে তারা ক্যান্সার প্রতিরোধে তাদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারছে না। অন্যদিকে জনংখ্যার তুলনায় প্রয়োজনীয় রেডিও থেরাপী মেশিনেরও রয়েছে প্রচন্ড অভাব। এসকল ঘাটতি সত্বেও আমরা ক্যান্সার চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

অনারম্বর এ দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস বিএসআরও’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. সারোয়ার আলম, জেনারেল সেক্রেটারী প্রফেসর ডা. সাজ্জাদ ইউসুফ, ট্রেজারার ডা. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী সহযোগী প্রফেসর লুবনা মরিয়ম, অর্গানাইজিং সেক্রেটারী ডা মহিবুর রহমান নীরব, এ্যাসিসটেন্ট অর্গানাইজিং সেক্রেটারী জাহান সামস, ডা আলতাফ হোসেন, ডা. ফাহমিদা আলম, সাইন্টিফিক সেক্রেটারী সহযোগী অধ্যাপক রোকেয়া সুলতানা, পাবলিসিটি সেক্রেটারী ডা নাজমুল আলম, অফিস সেক্রেটারী ডা তুষার দাস, মেম্বার সহযোগী অধ্যাপক ডা রওনক জাহান আমিন, ডা এস এম নাজমুল আলম, ডা আরিফ হোসেন।

এছাড়া বিদায়ী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts