ইফতেখার শাহীন, বরগুনা : বরগুনায় ৮ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। নবাগত পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম বরগুনায় যোগদানের পর মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী একটি বিশেষ অভিযানের ঘোষণা দেন।
তারই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ৮ টার দিকে এসআই সোহেল রানা ও এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে বরগুনা সদর ইউনিয়নের বরগুনা-নিশানবাড়িয়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন পুলিশের একটি দল। চেকপোষ্ট অতিক্রমকালে কাকলী আক্তার কলি (৩২) নামে একজনকে ৮ কেজি গাঁজা ও ৫০ প্যাকেট চা-পাতাসহ আটক করা হয়। আটককৃত কাকলী বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের বেল্লাল বয়াতীর স্ত্রী।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম জানান, কাকলী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত গাঁজা তিনি কুরিয়ারের মাধ্যমে এনেছিলেন। এই মাদকদ্রব্য কোথা থেকে এসেছে এবং এটা কোথায় নিয়ে যাচ্ছিলো সে বিষয়গুলো জানার জন্য আমাদের একটি টিম কাজ করছে। আটককৃত কাকলীর বিরুদ্ধে এসআই মাসুদ রানা বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।