জ ই বুলবুল : শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ হিসাবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় মোহাম্মদ আফজাল হোসাইন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন।
বুধবার (১৪ আগস্ট) তিনি এই থানার পূর্ব্বতন ওসি মো. মাহবুব আলম এর স্থলাভিসিক্ত হলেন। এর আগে মোহাম্মদ আফজাল হোসাইন রাঙামাটি, পরে ব্রাহ্মণবাড়িয়া ওসি ডিবিতে কর্মরত ছিলেন।
যোগদান করেই তিনি স্হানীয় গণমাধ্যম কর্মীদের আলোচনায় বসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে এক মতবিনিময়কালে ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আমাদের বাড়ির আঙিনা অন্য কেউ পরিস্কার করে দিয়ে যাবে না, আমাদের আঙ্গিনার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদেরকেই সকল ময়লা-জঞ্জাল পরিস্কার করতে হবে।
তিনি বলেন, থানায় কোন দালালি, চাঁদাবাজির তদবির, জিডি করতে পয়সা নেয়া ইত্যাদি হয়রানি বন্ধ করবো ইনশাল্লাহ। দেশ একটি পরিবর্তনের দিকে এগুচ্ছে। তাদের আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টায় একটি উন্নত ভবিষ্যৎ প্রচেষ্টার লক্ষ্য অর্জনে সকলকে এক সাথে নিয়ে এগিয়ে যাবো। এ জন্য সকলের সহযোগিতা দরকার। থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এ সময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইনকে প্রেসক্লাবসহ নবীনগর থানা সুশীল সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।