বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবীনগরের ৪ শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা

জ ই বুলবুল :  বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৪ শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে  মতবিনিময়সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের হাতে  আর্থিক সহয়তা তুলে দেন  জামায়াতের কেন্দ্রীয় ও জেলা, উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ।

নবীনগর পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মু. মোখলেছুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা জেলা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের  আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, উপজেলা সেক্রেটারি আবদুল হাফেজ, পৌরসভার সেক্রেটারি সাইফুর রহমান বাসার, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আতিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ। 

মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সদস্য মো: শফিকুল ইসলাম, মো. নানু মিয়া, সুফিয়া বেগম।

বক্তারা বলেন, বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন, জুলুম, নির্যাতন চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেড়ে নিয়েছিল। রক্ত পিপাসু দল আওয়ামী লীগ, দেশ ও দেশের মানুষকে ভারতের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। ছাত্র-জনতা সহ্যৃ করতে না পেরে এ জালিম সরকার কে বিদায় দেয়ার জন্য রাজপথে নেমে ছিলো। এ আন্দোলন যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন তাঁরা শহীদ।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবীনগরের যারা শহীদ হলেন, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের  বিটিবিশারা গ্রামের মো: সামুসুজ্জামানের একমাত্র ছেলে জাহেদুজ্জামান তানভীন (২৬) শহীদ হওয়ার স্থান উত্তরা ঢাকা। তানজিল মাহমুদ সুজয় (১৯) পিতা মো: শফিকুল ইসলাম গ্রাম বিটঘর, শহীদ হওয়ার স্থান বাইপাইল, আশুলিয়া। মো. কামরুল ইসলাম (২১) পিতা মো. নানু মিয়া, গ্রাম গৌরনগর, শহীদ হওয়ার স্থান মিরপুর ১০। মো: রফিকুল ইসলাম(২৪) পিতা মৃত আব্দুল মোমিন, দয়ালনগর নতুন থোল্লাকান্দি, শহীদ হওয়ার স্থান  চিটাগাং রোড, হিরাঝিল, ঢাকা৷ 

তাঁদের ৪ জনের লাশ নবীনগরে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে। 

Print Friendly, PDF & Email

Related Posts