জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সনৎ নন্দী আর নেই



জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের বার্তা সম্পাদক সনৎ নন্দী আর নেই। তিনি দীর্ঘদিন যাবত কিডনি সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিল রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় পোস্তগোলা শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।  

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া  সনৎ নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সনৎ নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

Print Friendly, PDF & Email

Related Posts