বরগুনায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মতবিনিময়

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলায় পূর্বের ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি, ইসলামি আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দদের সমন্বয়ে, সোনালী অতীত সমাজকল্যাণ সংস্থা এসএসসির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতি মো. নুরুল ইসলাম ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি এডভোকেট মো. ইদ্রিস তালুকদার, বিএনপি নেতা মো. এজেড এম সালেহ্ ফারুক, মো. নুরুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইসলামি আন্দোলনের নেতাকর্মী ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।

বক্তারা বলেন, বিৃটিশ শাসনামল থেকে বরগুনা-৩ সংসদীয় আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল। স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় সংসদীয় আসন ছিল তিনটি। এর মধ্যে আমতলী-তালতলী উপজেলা নিয়ে ১১২ বরগুনা-৩ আসন। ২০০৮ সালে তত্তাবধায়ক সরকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ গঠন ১৯৭৬-এর ৬-এর (২) ধারার প্রশাসনিক কাঠামো, আয়তন, বাস্তবিক অবস্থা ও জনসংখ্যা বিবেচনা না করে শুধু জনসংখ্যার ভিত্তিতে আসনটি (আমতলী- তালতলী) বিলুপ্ত করে। পরে বরগুনা জেলা সদরের সঙ্গে সংযুক্ত করে দেয়। এতে জেলার উপজেলাগুলোয় উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সভায় সকল শ্রেণীর পেশাজীবি মানুষ এ আসনটি পূর্বের মতো পুনর্বহালের জোর দাবি জানান।

প্রধান অতিথি নজরুল ইসলাম মোল্লা তার বক্তব্যে বলেন, বর্তমানে পায়রা নদীর দুপাড় নিয়ে ১০৯ বরগুনা-১, ১টি আসন। এবং বিষখালী নদীর দু’পাড় নিয়ে ১১১ বরগুনা-২ একটি আসন। প্রতিটি নদীর প্রস্থ প্রায় ৩-৫ কি.মি.। বর্ষাকালে নদী ০২ টি ভয়াল আকার ধারণ করলে দু’পাড়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। তাই সকল শ্রেনী পেশাজীবি মানুষের দুর্দশা লাঘবের জন্য বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূণর্বহাল করার জোর দাবী জানান তিনি।

ইশা/বরগুনা

Print Friendly, PDF & Email

Related Posts