“জন্মের অধীনস্থ পৃথিবীর দিকে/ তাকিয়ে আমিও লিখি/আমার নাম,/ছিলাম দ্রোহে, ছিলাম দরদে/মানুষের নিমগ্ন তেজে-/ সেই রেখা জমিয়ে, প্রজন্মে ছড়িয়ে দিলাম”
এমন অনেক নান্দনিক কবিতার জনক কবি ফকির ইলিয়াসের জন্মদিন ২৮ ডিসেম্বর। ১৯৬২ সালের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় আপোসহীন এক লড়াকু কলমসৈনিক তিনি।
প্রাবন্ধিক, গল্পকার, গ্রন্থ সমালোচক, সাংবাদিক হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।
প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি- লালন ও চর্চায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এযাবৎ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা আটাশটি । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
‘শ্রেষ্ঠ কবিতা’, ‘নির্বাচিত প্রেমের কবিতা’,
‘অবরুদ্ধ বসন্তের কোরাস’, ‘বৃত্তের ব্যবচ্ছেদ’, ‘গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ’, ‘ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম’,’গৃহীত গ্রাফগদ্য’, ‘অনির্বাচিত কবিতা’ ‘প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা’, নক্ষত্র বিক্রির রাতে’ ও ‘গ্রহান্ধ ঘরের কাহিনি’ ।
এছাড়াও,’যতিকল্পের প্রতিপৃষ্ঠা’ ( প্রবন্ধ),
‘সাহিত্যের শিল্পঋণ (প্রবন্ধ সংকলন), ‘কবিতার বিভাসূত্র’ (প্রবন্ধ সংকলন), ‘শহীদ কাদরীর দরবারের দ্যুতি’ (প্রবন্ধ সংকলন), ‘চৈতন্যের চাষকথা’ (গল্প সংকলন),’অনন্ত আত্মার গান’ (গীতি সংকলন) এর জন্য তিনি নন্দিত হয়েছেন পাঠক মহলে।
সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর প্রবন্ধগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার’ এবং মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস ‘মেঘাহত চন্দ্রের প্রকার’- প্রকাশিত হয়েছে।
তাঁর লেখা, ‘বঙ্গবন্ধুর জ্যোতিরেখায় শেখ হাসিনা’ – বিশ্লেষণ করেছে বাংলাদেশের উন্নয়নের রাজনীতির বাঁক।
তাঁর লেখা নিয়মিত ছাপা হচ্ছে ঢাকা ,কলকাতা, লন্ডন, নিউইয়র্ক, কানাডা, সুইডেন, ইতালী, অস্ট্রেলিয়া, জাপানসহ দেশে-বিদেশের বিভিন্ন দৈনিক ,সাপ্তাহিক, ম্যাগাজিন, সাহিত্যপত্রে। ওয়েব, ব্লগ, ই নিউজ গ্রুপে ও তিনি লিখছেন নিয়মিত। সাহিত্য কর্মের জন্য তিনি ‘ফোবানা সাহিত্য পুরষ্কার’,’ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার’, ‘কবিতাস্বজন প্রীতি সম্মাননা’, ‘মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক’ ‘রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার’সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন দেশে বিদেশে।
তিনি ‘দ্যা একাডেমী অব আমেরিকান পোয়েটস’ , ‘দ্যা এ্যমেনেস্টি ইন্টারন্যাশনাল’, ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ , ‘আমেরিকান ইমেজ প্রেস’, – এর সদস্য। সহধর্মিনী কবি ফারহানা ইলিয়াস তুলি ও দুকন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াসকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউইয়র্কে।