অনুপ্রাণন লেখক সম্মেলন ২০২৫ ও পুরস্কার প্রদান ৪ জানুয়ারি

অনুপ্রাণন লেখক সম্মেলন ২০২৫ – বই আলোচনা ও অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান উপলক্ষে অনুপ্রাণন প্রকাশনের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ত্রৈমাসিক অনুপ্রাণন ও শিল্প-সাহিত্যের অন্তর্জাল সম্পাদক, অনুপ্রাণন প্রকাশন এর প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ জানান,
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলামোটরে (ঢাকা) বিশ্বসাহিত্য কেন্দ্র’র ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে (২য় তলা) তিন পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও টিভি নাট্যকার ইসহাক খান।

প্রথম পর্বে রয়েছে ২০২৪ সালে প্রকাশিত অনুপ্রাণনের কয়েকটি নির্বাচিত বই নিয়ে আলোচনা।

১. কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার রচিত উপন্যাস উদ্বাস্তু। আলোচক (বিশেষ অতিথি) : গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. সরকার আবদুল মান্নান।

২. কথাসাহিত্যিক মোখলেস মুকুল রচিত উপন্যাস বঙ্গালী ভইলী। আলোচক (বিশেষ অতিথি) : প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদক শোয়েব শাহরিয়ার।

৩. প্রবীর বিকাশ সরকার রচিত জানা-অজানা জাপান (মোট ৫টি খণ্ড)। আলোচক (বিশেষ অতিথি) : প্রাবন্ধিক ও গবেষক ড. নীরু শামসুন্নাহার।

দ্বিতীয় পর্বে রয়েছে অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা-২০২৪ বিজয়ী ১৫টি বই নিয়ে আলোচনা।

১. তরুণদের ৫টি কবিতার বই। আলোচক (বিশেষ অতিথি) : কবি গোলাম কিবরিয়া পিনু।

২. তরুণদের ৫টি গল্পের বই। আলোচক (বিশেষ অতিথি) : কথাসাহিত্যিক মণীশ রায়।

৩. তরুণদের ৩টি উপন্যাস। আলোচক (বিশেষ অতিথি) : কথাসাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী।

৪. তরুণদের ২টি প্রবন্ধের বই। আলোচক (বিশেষ অতিথি) : কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বকৃত নোমান।

তৃতীয় পর্বে রয়েছে অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক, বই ও নগদ অর্থ উপহার প্রদান।
সম্মাননা স্মারক, বই ও নগদ অর্থ উপহার বিজয়ীদের হাতে তুলে দেবেন বিশেষ অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

Related Posts