তালা উপজেলা সমিতি–ঢাকা ও পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি-ঢাকা তাদের সংগঠনের সামজিক কর্মকাণ্ডের ছবি রাজনৈতিক উদ্দেশ্যে ও হেনস্তার জন্য ব্যবহার করার প্রতিবাদ জানিয়েছে।
গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম এবং তালা উপজেলা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন স্বাক্ষরিত দুইটি পৃথক প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, সংগঠন দুইটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠন দুইটি চিকিৎসা, শিক্ষা ও মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত অনুদান ও সাধারণ মানুষের আর্থিক সহায়তায় পরিচালিত হয়।
কিন্তু সম্প্রতি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসৎ ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য ও রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য সমিতির কার্যক্রম এবং সম্মানিত ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করছে । বিশেষ করে, সংগঠন দুইটির কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. তুহিনুজ্জামান এবং ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলামের ছবি নিয়ে রাজনৈতিক লিফলেট, পোস্টার ও প্রচারপত্র তৈরি করে বিলি করা হচ্ছে।
এ ধরনের কাজ কেবলমাত্র সমিতি দুইটির সুনাম ক্ষুণ্ণই করছে না বরং মানবিক সেবামূলক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এই ধরনের গভীর ষড়যন্ত্র বন্ধ না হলে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সংগঠন দুইটি।
এমএএম/ঢাকা