নববর্ষ পালনে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে ইংরেজী নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম ইসতিয়াক হোসেন।

তিনি উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

নিহত স্কুল ছাত্রের বাবা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের বাড়ির ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়।

পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

Related Posts