হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে রেলওয়ে পার্কিং থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল হক সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এমএফ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ মেম্বার।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মামুন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শোভনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা সান্টু, রউফ, রাফেল, পারভেজ, এমরান, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাওন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খলিল, দুলাল, পারভেজ, সদস্য জামাল, জুনায়েদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক. যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল, মাফি, রোমান পিংকন, সাদ্দাম, ছাত্রনেতা সানি, রিফাত, উসমান গণি, শিমুল, মিজান, পারভেজ খান, মুন্না, রুমেল, সাব্বির, ওয়ালিদ, শাহাবুদ্দিন, নাসির, এসএম সাব্বির প্রমুখ।
র্যালি ও সভায় শত শত ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কাওসার/হবি