ইফতেখার শাহীন, বরগুনা : সারা দেশের ন্যায় বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীরর বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় ছাত্র নেতাদের পাশাপাশি অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বেলা ১২ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজবুল কবির, কে এম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, প্রচার সম্পাদক সালেহ আরাফাত, সহ-সম্পাদক রেশাদ জামান বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: রাইসুল আমিন হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন নাদিম প্রমূখ।