সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আর আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে রোজা আগে থেকেই পরিচিত হয়ে উঠেছেন মেকআপ ইনফ্লুয়েন্সার হিসেবে। কিন্তু তার নাকি ইচ্ছা ছিল বিনোদন জগতে কাজ করার। তার পুরানো একটি সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
বরিশালের মেয়ে রোজাকে বিয়ে করেছেন তাহসান। এর আগে রোজা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার‘। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।
সম্প্রতি রোজা আহমেদের একটি পুরানো সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে রোজা তার ক্যারিয়ার, পেশা নিয়ে বিস্তর আলাপ করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানা অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়।
সে প্রসঙ্গেই আলোচনা করেন রোজা। একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল রোজার। শুধু তা-ই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার। সাক্ষাৎকারে রোজা বলেন, ‘একসময় ইচ্ছা ছিল মডেল হবো, অভিনেত্রী হবো।’