কলকাতার সিনেমাপাড়ার আনাচে-কানাচে এখন একটাই গুঞ্জন। ঘর ভাঙছে রাহুল-প্রিয়াঙ্কার। অনেকদিন ধরে একটা চাপা কানাঘুসো চলছে, সন্দীন্তার প্রেমে পড়েছে রাহুল। তাই পুরনো প্রেম প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন রাহুল।
হঠাৎ কেন এমন গুঞ্জন? বেশ কিছুদিন ধরে নতুন ঘর খুঁজছেন প্রিয়াঙ্কা। না একা থাকবেন কি দুকা, সেকথা জানা যায়নি। তবে একা একাই বাড়ি খুঁজছেন তিনি। কিন্তু আগে কখন প্রিয়াঙ্কাকে এমন করে একা দেখা যায়নি। তাই জল্পনা বেঁধেছেন আরও বেশি করে।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দেন প্রিয়াঙ্কা। নায়িকার কথায়, ঘর ভাঙার মতো নাকি কিছুই হয়নি। আর পাঁচটা সাধারণ স্বামী-স্ত্রীর মতো টুকিটাকি। সেটাকে এমন করে ফলাও করে বলার কিছু হয়নি।