রজনীর ১৬ গুণ সম্পত্তি শাহরুখের। ভারতের ধনী নায়কদের তালিকায় তিন খান এগিয়ে বচ্চনের থেকে। সালমানের চেয়ে বেশি পিছিয়ে নেই বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সম্পত্তির নিরিখে ভারতীয় অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয়।
চার বছরের বিরতির পর ‘বাদশাহি’ মেজাজেই বলিপাড়ায় ফিরেছিলেন শাহরুখ খান। একই বছরে পর পর দু’টি এক হাজার কোটি টাকার ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন শাহরুখ। এমনকি, ২০২৪ সালের গণনা অনুযায়ী, ভারতীয় অভিনেতাদের মধ্যে মোট সম্পত্তির তালিকায় সর্বোচ্চ স্থান দখল করে রয়েছেন তিনি। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৩০০ কোটি টাকা। শুধু বলিউড নয়, দক্ষিণী ফিল্মজগতের তারকাদের চেয়েও সম্পত্তি বেশি রয়েছে শাহরুখের।
২০২৪ সাল পর্যন্ত নাগার্জুনের মোট সম্পত্তি শাহরুখের সম্পত্তির অর্ধেকের চেয়েও কম। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩১০ কোটি টাকা। নাগার্জুনের পর সম্পত্তির তালিকায় রয়েছেন আর এক খান। সম্পত্তির তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে বলিউডের সালমান খানের। ২০২৪ সাল পর্যন্ত সলমনের মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি টাকা।
সালমানের চেয়ে বেশি পিছিয়ে নেই অক্ষয় কুমার। সম্পত্তির নিরিখে ভারতীয় অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয়।
২০২৪ সাল পর্যন্ত অক্ষয়ের মোট সম্পত্তির পরিমাণ ২৫০০ কোটি টাকা।
চলতি বছরে ৫১ বছরে পা দিচ্ছেন বলি অভিনেতা হৃতিক রোশন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাইটার’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সম্পত্তির তালিকা প্রথম দশে নাম রয়েছে তারও। ধনী ভারতীয় অভিনেতাদের তালিকায় পঞ্চম স্থানে নাম লিখিয়েছেন হৃতিক। ২০২৪ সাল পর্যন্ত নায়কের মোট সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকা।
হৃতিকের পর তালিকায় ষষ্ঠ স্থানে নাম রয়েছে বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের। কেরিয়ারের ঝুলিতে বহু সফল ছবি থাকলেও সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন আমির। ২০২৪ সাল পর্যন্ত আমিরের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা।
ধনী ভারতীয় অভিনেতাদের তালিকায় প্রথম দশে নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি টাকা।
ধনী ভারতীয় অভিনেতাদের তালিকার প্রথম দশে থাকা দ্বিতীয় দক্ষিণী তারকা রামচরণ। অষ্টম স্থানে রয়েছেন তিনি। প্রধানত তেলুগু ভাষার ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রামচরণ। রামচরণের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩৭০ কোটি টাকা।
অভিনেতাদের তালিকায় নবম স্থানে রয়েছেন বলিউডের আর এক খান। ২০২৪ সাল পর্যন্ত বলি অভিনেতা সাইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।
দশম স্থানে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। ২০২৪ সাল পর্যন্ত রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা