বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওজন কমিয়ে ফিট শরীরে প্রথমবারের মতো আইটেম গার্ল হিসেবে হাজির হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
রোহিত ধাওয়ানের সিনেমা ‘ঢিসুম’র ‘জানেমান’ শিরোনামের একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন পরিণীতি। এতে লাস্যময়ী পরিনীতিকে পাবেন দর্শক। শুধু তাই নয় গানে একটি চুম্বন দৃশ্যেও দেখা যাবে পরিনীতি-বরুণকে। এ সিনেমায় শুধু এই গানেই দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান।
২৯ জুলাই ‘ঢিসুম’ সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমায় আরো অভিনয় করেছেন জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, অক্ষয় খান্নাসহ অনেকে।