লুলিয়ার সঙ্গে রাতভর পার্টি সালমনের

বিডিমেট্রোনিউজ ডেস্ক লুলিয়ার সঙ্গে রাতভর পার্টি করলেন সালমান। ইদানীং লুলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আর বিশেষ রাখঢাক নেই সালমনের।

 

‘‌সুলতান’‌–এর প্রিমিয়ারেও দুজনে একসঙ্গে ঢুকেছিলেন। এবার বোন অর্পিতার পার্টিতেও লুলিয়াকে নিয়ে গেলেন ভাই। সালমনের কালো টিশার্টের সঙ্গে মিলিয়ে লুলিয়াও পরলেন কালো সালোয়ার–কামিজ।

 

‘‌সুলতান’‌–এর সাফল্যের জন্য ১৩ তারিখ রাতে নিজের বাড়িতে পার্টি দিয়েছিলেন অর্পিতা খান শর্মা। রাতভর চলল পার্টি। গোটা খান পরিবার ছাড়াও হাজির ছিলেন বরুণ ধাওয়ান, অর্জুন রামপাল, অমৃতা আরোরা।

 

এর আগে প্রীতি জিন্টার রিসেপশনেও লুলিয়াকে নিয়ে গেছিলেন সালমন। যদিও দুজনের কেউই সম্পর্কের কথা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেননি।

Print Friendly, PDF & Email

Related Posts