আমি অন্তঃস্বত্ত্বা নই : দীপিকা

বিডিমেট্রোনিউজ ডেস্ক রণবীর সিংহর সঙ্গে দীপিকা পাড়ুকোনের বাগদান ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। গুঞ্জন ছড়িয়েছে যে, দীপিকা ও রণবীর তাঁদের বাগদান সেরে ফেলেছেন। বলিউডের এই দুই জনপ্রিয় তারকা এবার তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি দিতে চলেছেন। কিন্তু এই জল্পনার মধ্যে মুখ খুললেন দীপিকা। সমস্ত জল্পনা এক কথায় খারিজ করে দিয়েছেন।

 

মণীষ ডিজাইনার মণীষ মালহোত্রর পোষাকে ইন্ডিয়া কোচর উইকে-এ র‌্যাম্পে ক্যাটওয়াক করেন দীপিকা। রণবীরের সঙ্গে তাঁর বাগদান সংক্রান্ত প্রশ্নের উত্তরে দীপিকা বলেছেন, একটা কথা সাফ জানিয়ে দিতে চাই। এখনই এ ধরনের কোনও পরিকল্পনা নেই। ‘আমি অন্তঃস্বত্ত্বা নই, এনগেজড নই, বিবাহিতাও নই। খুব তাড়াতাড়ি বিয়ের কোনও পরিকল্পনাও আমার নেই’।

 

রণবীর মুখে কুলুপ আঁটলে দীপিকা এবার সরাসরি সমস্ত জল্পনা খারিজ করে দিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts