১২ হাজার হলে একযোগে মুক্তি পাচ্ছে রজনিকান্তের কাবালি

বিডিমেট্রোনিউজ ডেস্ক তামিল সিনেমার সুপারস্টার রজনিকান্তের নতুন সিনেমা দেখার সুযোগ দিতে দক্ষিণ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের একদিনের ছুটি দিয়েছে। শুক্রবার ভারতের প্রায় ১২ হাজার হলে একযোগে মুক্তি পাচ্ছে রজনিকান্তের নতুন সিনেমা কাবালি।

Print Friendly, PDF & Email

Related Posts