কাবালি সিনেমা নিয়ে কতো কান্ড (২টি ভিডিও)

বিডিমেট্রোনিউজ রজনীকান্তের ‘কাবালি’ সিনেমার মুক্তি উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা, এয়ারলাইনের বিশেষ ফ্লাইটসহ আরো কিছু ব্যবস্থা চমকে দেওয়ার মতোই ঘটনা। একজন নায়কের একটি সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এত তোড়জোড় আসলেই চোখে পড়ার মতো।

কাবালি মুক্তির দিনে এয়ার এশিয়া বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। এই ফ্লাইটে রজনীকান্তের পছন্দের খাবারও দেওয়া হবে যাত্রীদের। ফ্লাইটটি রজনীকান্তের ১৮০ জন ভক্তকে বহন করবে, যারা ওই সিনেমা দেখবেন।

কাবালি দেখতে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার পাশাপাশি কর্মীদের বিনামূল্যে টিকিটও দেওয়া হয়েছে।

বিভিন্ন বিলাসবহুল হোটেলে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এসব প্রদর্শণীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩০০ রুপি।

অনেক অভিনেতা-অভিনেত্রীকে বলতে দেখা গেছে, একজন অভিনেতার জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো দর্শকের ভালোবাসা। আবার কেউ বলেন, জীবনে সফলতা পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো, জনগণ তথা দর্শকের সমর্থন বা ভালোবাসা।

রজনীকান্তের ভক্তদের ভালোবাসার বিভিন্ন রকম প্রকাশভঙ্গি দেখেই বোঝা যায়, এই জিনিসটার কোনো কমতি নেই তার (রজনীকান্ত) জীবনে।

রজনীকান্তের এক ভক্ত বলেছেন, তিনি এই সিনেমা শুক্রবার ও শনিবার হলে গিয়ে টানা ১০ বার দেখবেন । ৬৫ বছরের এই তারকাই তার বাবা, মা ও ঈশ্বর।

আরেক নারী ভক্ত তার শাড়িতে রজনীকান্তের মুখাবয়ব এঁকে নকশা করেছেন।

অপর একটি ফ্যান ক্লাবের সদস্যরা কাবালি সিনেমাকে ‘শ্রমিক শেণির’ সিনেমা হিসেবে আখ্যা দিয়ে রজনীকান্তকে উৎসর্গ করে শ্রকিদের মাঝে হেলমেট, হাতমোজা ও ঢালাই চশমা বিতরণ করার পরিকল্পনা করেছে।

শুক্রবার ভারতের প্রায় ১২ হাজার পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে রজনীকান্ত অভিনীত কাবালি সিনোমটি। ৬৫ বছরের এই অভিনেতা চার যুগের অভিনয় ক্যারিয়ারে ১৭০টির বেশি সিনেমায় অভিনয় করে অর্জন করেছেন অগণিত দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts