মেট্রো নিউজ, চট্টগ্রাম : জাতীয় প্রেসকাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য, ভয়েস অব আমেরিকার প্রাক্তণ বাংলাদেশ সংবাদদাতা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে ‘গিয়াস কামাল চৌধুরী ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা ১২ নভেম্বর চট্টগ্রাম প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির অন্যতম উপদেষ্টা আলহাজ্ব লায়ন এম.এ.সামাদ খান, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, দৈনিক নয়া বাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ হিরু, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব মুস্তফা নঈম, কবি সজল দাশ, সমাজসেবক আলহাজ্ব সোহেল মাহমুদ, আয়কর আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, সাংবাদিক পারভিন আকতার, সমাজকর্মী শিমুল দাশ, মোহাম্মদ রুবেল প্রমুখ।
প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেন; সাংবাদিকতা জগতে গিয়াস কামাল চৌধুরী ছিলেন কিংবদন্তী। ভয়েস অব আমেরিকায় সংবাদ পাঠে তার কন্ঠ ছিল স্বোচ্চার ও বলিষ্ঠ। তিনি ছিলেন স্বর্ণযুগের সাংবাদিক।
প্রধান আলোচক মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন; গিয়াস কামাল চৌধুরী শুধু একটি নাম নয়- এ দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামের ইতিহাসে একটি অধ্যায়।
সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার (ভোয়া) ঢাকা সংবাদদাতা হিসেবে তিনি ছিলেন অতি পরিচিত। তার মতো বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী সাংবাদিক বর্তমান সমাজে বিরল।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রেরিত বাণীতে বলেন, ‘সাংবাদিকতা পেশায় গিয়াস কামাল চৌধুরী একটি অম্লান নাম। তিনি যে রাজনৈতিক মতেরই হোন, সাংবাদিক হিসেবে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। তার পেশাগত দক্ষতা থেকে নতুন প্রজন্মের সাংবাদিকবৃন্দেরও শেখার রয়েছে অনেক। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি’।