রুবেল ভূইয়া, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। রোববার রাতে আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর (২৮) পিতা- মৃত সুধন মিয়া, মোঃ আব্দুল হাদি, পিতা- মোঃ হারুন অর রশিদ, মেরাজুল ইসলাম (২৫) পিতা-মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম (৩০) পিতা-হাজী আব্দুল বারী। তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মনিপুর গ্রামে।
পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর গভীর রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই আক্কাস আলী রুবেলে’র নেতৃত্বে পুলিশ ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, জেলা পুলিশ সুপার স্পেশালি তদারকি ও নির্দেশনার ধারাবাহিকতায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন থানা পুলিশ।গত রোববার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে ২ টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা হয়েছে।