স্টুডিওতে ভুতুড়ে অভিজ্ঞতা ‍এক নায়িকার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভূত আছে না কি নেই? এ প্রশ্ন তো বহু দিনের। কিন্তু, ভৌতিক অভিজ্ঞতা হয়তো অনেকেরই রয়েছে। এ বার তেমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন ছোটপর্দার অভিনেত্রী অদিতি সাজওয়ান।

ঘটনাটি ঠিক কী?

অদিতি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে একটি স্টুডিওতে শুটিং হয়েছিল। ওই স্টুডিওটি ভুতুড়ে বলে পরিচিত। আর শুটিংয়ের প্রথম দিনই বেশ কিছু অস্বস্তিকর ও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। শুটিংয়ের জন্য আনা ঘোড়াগুলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তাঁদের চার পাশে অসংখ্য কীটপতঙ্গ এসে ভিড় করে। এমনকী, মেকআপ রুমে পায়েলেরও শব্দ শোনা যায়।

অদিতির কথায়, ‘‘আমাদের এক লাইটম্যান দোতলা থেকে পড়ে গিয়ে জখম হন। তিনি আমাদের বলেন যে, তাঁকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে।’’ এক দিন পার্কিং এরিয়ায় এমন একটি ঘটনা ঘটে যে সেটা দেখে বেশ ভয় পেয়ে যান নায়িকা। প্রতি দিন পার্কিং এরিয়ায় একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখতেন তিনি।

কিন্তু একদিন বেরিয়ে দেখেন, যেখানে গাড়ি রেখেছিলেন, সেখানে তা নেই। পরে দেখেন উল্টো দিকে রয়েছে গাড়িটি। অথচ ওই জায়গায় তিনি গাড়ি পার্ক করেননি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করতে চেয়েছিলেন অদিতি।

Print Friendly, PDF & Email

Related Posts