মেট্রো নিউজ ।। কয়েক ফোঁটা রক্তই এ বার শরীরে ক্যান্সারের উপস্থিতির জানান দেবে। এখনও পর্যন্ত বায়োপ্সি করতে গেলে শরীরে সম্ভাব্য ক্যান্সার আক্রান্ত অঞ্চলের কোষগুলি নিয়ে পরীক্ষা করতে হয়।
ক্যান্সার সেল নামের জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র জানাচ্ছে এক ফোঁটা রক্তই খুব সহজেই এই কাজটা সহজে করে দেবে। এ ক্ষেত্রে রক্তের অণুচক্রিকার আরএনএ বিশ্লেষণ করে বলা যাবে শরীরে কর্কট থাবা বসিয়েছে, কি না। বিজ্ঞানীদের দাবি এক্ষেত্রে সাফল্যের হার ৯৬%। প্রায় সব ধরণের ক্যান্সার সনাক্তকরণে এই পরীক্ষা অত্যন্ত কার্যকরী।
প্রাথমিক পর্যায়েই ক্যান্সার আছে কিনা বুঝে নেওয়া, এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সুইডেনের উয়েমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন ব্লাড টেস্ট থেকে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ার অনেক আগেই ক্যান্সারের উপস্থিতি টের পাওয়া সম্ভব।